=
মৃত্যু' কী-রে তুই ?
এক ঝটকায় নিয়ে, যাস- প্রাণ-বায়ু !
আছে হতে, নাই'- এর পার্থক্য বুঝা-তে তুই কতো- তীব্র রাহু !


দুপুর'- এর চোখে, দেখা- মানুষ-টা আর নেই, ধামে ৷  
চলে গেছে চিরো-তরে, নাই'- এর সাথী হয়ে ৷


রোগ-গ্রস্ত-তায় কাতর হতে হতে, যাওয়া- এক ৷
আর- হাসতে খেলতে চলে, যাওয়া- আরেক ৷


কই, বয়স'- এর প্রবীণ-তো ছোঁয়-নি, ওনা-রে ?
তবু কেনো- আজরাঈল এসে নিয়ে, গেলো- প্রাণ-টা-রে ?


জন্ম-সূত্র ধরে মৃত্যু অনিবার্য, মন তা- জানে ৷
কিন্তু- এক-জন সাবলীল, উদ্বেগ-হীন মানুষ-
কারণ-হীনে'র মতো- নাই হয়ে, যাওয়া- মনে সয় কী- করে ??
=


ম. প্র. (১৬-০২-২০২১)
=