নদী'র ঢেউ, কালে'র স্রোত বেয়ে আসে,
যখন- প্রস্তরে'র ঠিকানায়?
তখন- পাড়ে'র কার্নিশে দাঁড়িয়ে, থাকা-
নারী কী বুঝ-তে পারে,
কতো ঢেউয়ে, কতো দীর্ঘশ্বাস তোলা?
নারী'র বুক ছিড়ে, যেমন-
ভালোবাসা'র ঢেউ গলে পড়ে,
পুরুষে'র আলতো- ছোঁয়ায়৷
নদী'র ঢেউয়ে'র কী-
সেই ঠিকানা জানা আছে,
প্রস্তরে'র শরীর বিনা?
ভালোবাসা-তো ছুটে এসে, ধেয়ে এসে,
ধারা-জলে ভিজিয়ে দেয়া- নয়৷
ভালোবাসায়- নারী সজল-মূখী হয়৷
কিন্তু-
নদী'র ঢেউ সে-তো সারা-বেলা সিক্ত রয়৷
উদ্ভবে'র ঠিকানা ছেড়ে,
গতিময় একগেয়ে চলায়-
দল-ছুট হয়ে যাওয়া'র,
ভয় থাকে-না, এতো-টুকুও৷
কিন্তু-
নারী'র-তো রয়েছে,
ভালোবাসায় সিক্ত হওয়া'র আকুল বাসনা,
ঘর বাধা'র স্বপ্ন৷
নতুন মুখে'র শব্দ শোনা'র স্বার্থক তৃষ্ণা৷
রয়েছে, পাওয়া'র আনন্দ,
আর- না পাওয়া'র বিরহ-ব্যথা৷
নারী- নদী'র ঢেউ গোনে, শিহরীত হয়৷
অথচ-
সে-তো জানে-না,
নদী'র ঢেউ তার-
অঙ্গে'র সজ্জিত রূপে'র ঝলকানো-
তির্যক পুলকে'র চেয়ে, বেশী কিছু নয়৷
তবু-
নারী- নদী'র কাছে'ই ছুটে যায়,
কখনো- প্রিয়'র হাত ধরে-
আন্দোলিত হয়, আলোড়িত হয়৷
নদী'র ঢেউয়ে'র সাথে-
মিশে যেতে চায়,
বয়ে যেতে চায়৷
আর-
নদী তার- ঢেউয়ে'র গৌরবে,
আরও উত্তাল হয়৷৷  = রচনা-সময়- ২২/০৭/২০১২ (মার্জিত রূপ- সংস্করণে)