=
আলোহীন আলোয় ছেয়ে গেছে
মন, মগজ, প্রাণ সমেতসহ পূর্বাশা
দূর্বৃত্তে অমর হতে চায় কেবল
অকালীন চাওয়ার পিপাসা


যন্ত্রবিজ্ঞান মুছে দেয় জ্বীবাহার
নেত্রলজ্জা, মনের মানবতা,
সমগ্রের নির্ভরতা, কূলের উর্বরতা
এখন সময় আব্রুঘটিত
শুভ্র সময়ের বিরতিহীন অপেক্ষা


ভোরের সূর্যোদয়ে জ্বলে উঠবে
মেরামতি আলোর নীহারিকা
জল চেয়ে জলের নৈরাশ্যে
কানপাতা সময়ের ইতি হবে কোনোদিন


সেই প্রত্যাশার থোঁড়ে কলি হবে একদিন
ফুলের নিকট ভবিষ্যৎ পাড়া
শান্তির অনবদ্য মনমাঝি খুঁজে নেবে
বিধিত বিধানের নৈবেদ্য আলোর ঠিকানা
=
ম. প্র. (২২-০৩-২০২২)
=