(কবিতা-টি উৎসর্গীত হলো- ভাগ্নে রাফি'র জন্যে)


=
দূর ভ্রমনে গিয়ে, দিনে দিনে-
ফিরে আসা-টা, সাস্থ্য-সম্মত হয় কী?
হয়-না, আমার মতে, যদিও একান্ত৷
যেখানে আত্মীয় আবাস থাকে,
আর- তদ-উপেক্ষ যদি- সম্পর্কে,
তাকডুম-বাকডুম জাতীয় কিছু- অনর্বোল না থাকে?
তাহলে, রাত্রী-যাপন-টা আত্মীয়-প্রণয় হতে, দোষ কার থাকে?
বলছি-না, যে- দিনে দিনে ফেরা-টা, অনর্মে'র হয়৷
তবু- শরীরে'র এক-টা ভাও, সিথানে'র কথা- চিন্তা না করলে হয়?
হয়-না, আবার হলেও যেমন- নরাধম হয়-না৷
কিন্তু- কবিতা-তো কথা কয়ে ওঠে, বোল ছাড়ে-না৷
মামা'র আত্মীয় বহির্ভূত, আর- অর্থ-সংকটীয় জীবন৷
ভাগ্নে'-কে, তার- কোন-টা'ই এখনো- ছোঁয়-না৷
রদ হওয়া'র কোনো- কারণ, বয়সে'র ভার হয়-না৷
দুইয়ে'র এক বহমায়- যখন বিপরীতেও মিল?
লোকে বলে, মামা-ভাগ্নে এক-রকম, নেই কোনো- অ-মিল৷৷
=


রচনা-সময়- ২৩-১১-২০১৮
=