=
পদ্মার জলের ওপর নির্মিত হয়েছে,
দুই স্তর বিশিষ্ট বৃহত্তর এক সেতু।
উপরের পাটাতনে ছুটে যাবে তার,
দিবারাত্রির ধুমে যতো আছে যানু।
নিচের প্লাটফর্মে জুড়ে দেয়া হয়েছে,
সকল যাত্রীর তীর্থযান রেলের কেতু।


স্বপ্ন আর সাধনার বন্ধনে গড়ে উঠেছে,
নিজস্ব অর্থায়নে এক ঐতিহাসিক পটভূমি।
জান, মালের সুনিশ্চিত অবকাঠামোর ভীত,
এনে দেবে স্বস্থি, উদ্যোম আর পারাপার স্মৃতি।
বাংলার দক্ষিণ, পশ্চিমাঞ্চলের সর্বৈব উন্নয়নে,,
পদ্মা সেতুর প্রণীত অবদান মানবের সাকুল্য প্রীতি।
=
ম. প্র. (২৫-০৬-২০২২)
=