=
পৃথিবী'র বুক ফেড়ে, তুলে আনে, সময়ে'র সক্ষম দাবি- ইনসান ।
মিটে-না, জুটে-না, পথে'র সারি ।
সম্মিলিতে'র কাছে, একক'- এর কী- দুর্দশা !


দেখেছে, সমাজ অধিপতি ।
দেখেছে, পথে'র নুরি ।
দেখেছে, ভাবে'র বুড়ি ।


যুগে'র কালসিটে দাগ- মুছে দেয়া'র প্র-বক্তা কোথায় ?
কোন জামানায়- তার ভ্রুণ পোতা ?
জানো কী- কেউ ?


জীবনে'র সুদ নিয়ে, যে- রসদ ?
সে- রসদে, মন পুড়ে, ছাই হলে'ই কী- মিলে যাবে, সু-বোধ পথে'র নকশা ?
কলম্বাসে'র আমেরিকা কী- তার জীবন-দায়ী হতে পেরেছে ??
=
ম. প্র. (১৯-০৮-২০২১)
=