=
পুরাতন-কে, মমি করে রাখি-না, বোলে-
তুমি, বা- তোমরা- থেকে যাও, চিন্তা'র স্পর্ধায়৷
এক-দিন একজন- মন হারায়ে, ব্যঙ্গ করে বলেছিলো-
কে? কাল, না- মহাকাল? বুকে তুলে নেওয়া- বাদ দিয়ে৷
হৃদয়ে'র তোলপাড়-গুলো- দমন করা'র শক্তি, কাবু করেছিলাম-
তারও আগে৷ তাই-তো তুমি, বা- তোমরা- কেঙ্গারু বিদ্যায় পার পেয়ে যাও৷৷
=


রচনা-সময়- ১০-০১-২০১৯
=