=
জোনাক জলে, পা- রেখে,
চলে যাই- পূর্ব গাঙনেয় পথে,
পশ্চিমা-কে আলতো তুলে রেখে ৷  


সঙ্গে গাঙও নেই, গায়ত্রীও নেই ৷


তবু-
পথ তুষার কেটে, যায়- অ-নিদ্রা'র ৷
ঘুম ভেঙ্গে গেলে, সবাই পাখী ৷


আমি রাত জেগে, গড়ে তুলি-
শখ'- এর মিনার, পরবাসী'র নেমন্ত্রণে ৷৷
=


ম. প্র. (১৮-০৫-২০১৬)
=