=
তোমার বুকে'র শুক্লাক্রান্ত ঘ্রাণ- আমার তমিজ পাল্টে দেয়৷
ঘোর নেশাগ্রস্ততা'র এক পৃথিবী'র মৃত্যু হয়৷
আরেক পৃথিবী'র জন্ম দেয়৷
মৃত্যু-তে, শোক অবরুদ্ধ আর- জন্ম-তে,
আততায়ী হানা দেয়, এক ফালাফালা তৃষ্ণাবটে'র৷
আব্রু-কে, তুমি বলো, কী- বিদায় হও?
ঠোঁটে'র জার খুলে নিতে?
নিশ্বাস-কে, তুমি বলে দাও গুহা-নীড়ে'র জমিন হতে৷
সিৎকার সমাচার অতি প্রাচীন ধারায় এগোলে-
তুমি বদলে নাও, পৃথিবী'র চূঁড়া!
মার্চফাষ্ট অদম্য হলে, শুক্লাপথে-
পৃথুলা'র রচনা ঘটে৷
নৈবর্ত্য, তুমি তার কামুক শিকারী,
আমি তার শিকার৷
কামনা'র এ-বাড়ি, ও-বাড়ি- পাঠান৷৷৷
=


রচনা-সময়ঃ ২০১৫
=
পরিমার্জিতঃ দাড়ি, কমা, বিরাম-চিহ্নে৷
=