=
প্রেম, ভালোবাসা'র জৈবিক কোষ হতে,
নিসৃত- সুধাময় রক্ত-কীট৷
যা- প্রাণ উৎপাদন থলে-তে, গিয়ে-
বাসা বাধে, নড়ে চড়ে বেড়ে ওঠে৷
যা- অঙ্গ-প্রতঙ্গে'র গঠন-প্রকৃতি'র
পূর্ণতা'র তন্তু-তে, ঘাট বাধে৷
ঘূর্ণি-বায়ু'র মতো- এক দমকায়-
বেরিয়ে আসে, লীলা'র বাজারে৷
এসে'ই ভালোবাসা'র ফর্দ নিয়ে, বসে৷
বক্তৃতা'র মঞ্চ ছেড়ে, ঘোঙ্গানী'র আদলে৷
পারিবারিক সামাজিক আদরে, সিক্ত হতে হতে,
শিশু-কাল-কে গুডবাই জানিয়ে,
কৈশর-কেন্দ্রিক দুঃসাহসিক সময় পার করে,
যখন- যৌবণে'র ভাপ ছাড়ে, জীবনে'র বারান্দায়?
তখন- প্রেম আসে প্রেমে'র সাথে,
আলিঙ্গনে- বিশ্ব-ময়তা'র করিডোরে৷
জাতীয় অনাকাঙ্খিত সংবর্ধিত,
কিংবা- সংশ্লেষিত আবহ-কে, সাথী করে৷
কিন্তু-তারপরও তা- প্রেম'ই থাকে৷
যদিও ভাবনা'র গোড়াপত্তন-কে, স্থানচ্যুত
নিয়ন্ত্রিত অনুভূতি বিবর্জিত করে- তোলে, প্রেম৷
যখন- বর্তমান হয়ে উঠে অতীত,
ভবিষ্যত্‌ এসে দাঁড়ায়- বর্তমানে৷
তবে- প্রেম শব্দ-টি'র উচ্চারণ-
সর্ব-কালে, একই থাকে৷
অথচ- তার রূপ পাল্টে হয়-
পর্দা-হীন নিয়ম-বর্জিত খোলা-প্রান্তর৷৷
=


রচনা-সময়- ১৮/০৭/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে
=