=
একবার নিয়েছিলি- স্বাদ, গন্ধ, বাহার৷
মুছতে পারিস-নি, সেই সমষ্টি রূপ৷
এমন'ই হয়, আমার সাথে- তোর, তোদের৷
ভূগতে ভূগতে তাই- ভূলে গেছি স্ব-রূপ৷
মেলাতে আসিস যদি- বহূ-দিন পরান্তর?
পেয়ে যাস আমায়- দ্বিধা-হীন কতো-রূপ৷
পছন্দ এর'ই নাম- সম্পর্কে'র মোমাসর৷
বলতে গেলে'ই, বাহানা তোর, তোদের শতো-রূপ৷৷
=


রচনা-সময়- ০৮-১১-২০১৮
=