=
পুরুস্কার পাও, টানে টানে৷
আগে`র ইমেজ যায়-নি, তোমায় ছেড়ে৷
এখনো- বেজে ওঠো, প্রাণে`র রসে!
পৌষ গেলে, মাঘ আসে৷
তোমার হয়-না, কিছু- বেঁকে!
পুরুস্কারে পুরুস্কারে ঘর- ভরে যায়৷
তৃপ্তি তোমার হয়-না, সাধায়৷
বেজে যাও, শিশু`র নামায়!
কাল তোমার, আ-কাল অন্যে`র৷
পাও তুমি, শূন্য পরে`র!
আসলে- সব-টাই খেলা, তকদিরে`র৷৷
=


রচনা-সময়- ১১-০৭-২০১৮
=