=
শান্ত শান্তি'র অপার আনন্দ
উপভোগে'র নাম- রাত্রি ।
নিরব বৈতরণী'র এক সমীম
প্রহরে'র আদি নাম- রাত্রি ।
ঘুম ভেঙ্গে গেলেও ঘুমে'র
রহিম হওয়া'র নাম- রাত্রি ।
সোরগোল হটিয়ে ক্ষীণ-শব্দে জোনাকি'র
পর্শি হওয়া'র নাম- রাত্রি ।
আলো-হীন প্রহরে নিঃশব্দ ঠিকঠাক
হাঁটা'র ফুর্তি'র নাম- রাত্রি ।
দিনে'র শ্রমে'র বিপরীতে আরামে'র
পিঠ-পাতা বহরে'র নাম- রাত্রি ।
এক-টা নির্মোহ পাতা'র ঝরে পরা'র শব্দ
কানে বাজা'র লহমা'র নাম- রাত্রি ।
বিনোদনে'র ভরপুর যোগানে নিজে-কে নিজে
আমন্ত্রিত করা'র সানন্দনে'র নাম- রাত্রি ।
দিনে'র উত্তাপে তরু, বন-লতা'র গায়ে
জলে'র হাকিম শিহরিত জগদীশে'র নাম- রাত্রি ।
ভীড়-হীন ভ্রমণে'র আশুতোষ হয়ে
শীতল হাওয়া'র পরশে নির্বাণ্য হওয়া'র নাম- রাত্রি ।
সব ছেড়ে সব বিহনে নিজে-কে নিজে'র
কাছে আদিত্য নারায়ণ করবা'র নাম- রাত্রি ।
পৃথিবী'র সার্বভৌমে সকল প্রেম, সংসার-যুগল-সন্ধি'র
স্বর্গীয় সুধা পানে'র স্বস্তি'র নমলরবনহে'র নাম- রাত্রি ।


রাত্রি'র বিভ্রান্তি যাই থাকুক- পৃথিবী'র নাদান রঙ্গমঞ্চে,
সধন্য বিভায় রাত্রি'র গুণগান- সব মনে মাইলাভ টানে ।।
=
ম. প্র. (২৪-১০-২০২১)
=