=
দীপ্তি-কে প্রশ্ন করে- ঠকতে হয় ৷
ভালোবাসবে আর- বেদনা, বিরহ সইবে-না,  
এ কেমন করে- সমন হয় ?


ভালোবাসা'র এক-বেলা আদুরে ৷
আরেক-বেলা হয়- পর্ব-তাড়ে, বাঁদুরে ৷


খেলতে খেলতে, মিলন- মিলবে, হয়-তো মিলনে ৷
নয়-তো সব- বায়না, ফিরস্তি ভেস্তে যাবে, অ-কূলে ?
এমন-তো হয়-না, অক্ষর দিয়ে- অক্ষর বুনলে'ই-তো শব্দ ৷
কূল, প্রতি-কূলে এক-টা রক্ষা-সেতু জুড়ে দিলে'ই-তো সম্পর্ক ৷৷
=


ম. প্র. (১৮-০৫-২০২১)
=