=
মাটি ফুঁড়ে যে জল উঠে আসে সমতল
রূপকথা তার জমিন
হৃদয়ের উৎসব হতে যে পাখি উড়ে যায়
অচেনা, অজানা বায়
রূপকথা তার ডানার সামিল
মানুষ বুঝে কি?
সীমান্ত ভাঙ্গার নাম উদযাপন নয়
ভালোবাসার ভোর হয় কী কখনো?
সেতো রূপকথার সারাকাল প্রান্তজয়।
=
ম. প্র. (৩০-০৬-২০২২)
=