=
ফুল-তো নয়, জঙ্গলী ভ্রমরা ৷  
পয়দায়েশী নয়, অঙ্গীকার'- এর নেশা ৷


সপ্ন-টা কাল্পনিক,
সত্য-টা বাস্তবিক ৷


জলে'র নিচে যে হাত, সে হাতে অঙ্কন ৷
সাপ ছেড়ে দিয়ে তীরে, বাহু-তে ট্যাটু গড়ন ৷


চোখে তার- বিদ্রোহে'র করুণ-জল ৷
শরীরে প্রেম- গুপ্ত শিহরণ ঘণাক্ত পল ৷


ঝর্ণা-ধারা'র নিচে, ওদের প্রেমে'র সাতকাহন ৷
বাহুবলী'র কাছে, সে করবে- আত্ম-সমর্পণ ৷৷
=


ম. প্র. (১৮-০৪-২০২১)
=