=
তৃষ্ণা-ভরা মুখে'র দিকে চেয়ে-
মায়া'র নোটে ভরে যায় ক্ষুধা ।
সে নোটে চলন আছে,
কিন্তু- মেমো নেই জ্বারা !


কাঠ ঠোকরা নিয়ে গেছে,
ঠোকর মেরে- তৃষ্ণা'র অভিধান ।
সম্বল দিয়ে পূর্ণ করা-
মায়া'র নদী সনেটাংশ ম্রিয়মান ।।
=
ম. প্র. (২২-০৭-২০২১)
=