=
হয়-তো পাবো-না, আর- সাথে'র সাথী!
বঙ্গ-দেশে আশা'র বাঁতি জ্বলে, কোন-মতি?
পথে'র পথে পড়ে থেকেও যায়- জীবন পরম!
আলিশানে মুক্ত হাওয়ায় হয়- জীবন চরম!
কোন-খানে সব- দিশা'র দিশা, কেউ জানে-না৷
জীবন চলে, কোন সাধনায়-কেউ বুঝে-না৷
কেউ জানে-না, কেউ বুঝে-না, কোনো-কলা!
বয়স-বল- হৃদয়ে'র ঐশ্বর্য হতে, বড়ো হয়-না৷
তুমি হতে, কবে হবে, তোমা'র তুমি- আমার?
এক-টু-খানি বয়স হলে, পাড় থাকে-না বুঝি আর??
=


রচনা-সময়- ২০-১১-২০১৮
=