=
পরিত্যক্ত-কে মেধা আর-
পরিশ্রমে'র ত্রি-মিশ্রণে গড়েছি, শিল্প ৷
সময় তার- ব্যতিক্রম অধ্যায় ৷
কষ্ট তার- ভিন্ন রত্তি ৷
হৃদয়ে তার- ব্যাপক ব্যাপ্তি ৷


কিন্তু- কদর করা'র জন' বলে- নষ্ট, সব- নষ্ট ৷
শুনলে, পাথর হয়ে যাওয়া- সহ্য, ব্যথী নয় ৷


কি উল্টো- স্রোতে, পালা-রড়া !
শংসা-কে মার দেয়- হিংসা !


তবু- ভেঙে-চুরে তছনছ করা'র খেয়াল-টা মৃত ৷
বেলা, বেলায়- রপ্ত হয়ে গেছে, যে- কষ্ট ৷
পষ্ট করা'র আর- নেই, কোনো- আহার্য ৷৷
=


ম. প্র. (২০-০৪-২০২১)
=