=
তুই সয়ে যাবি৷
আমি প্রবেশ করবো৷
করতে করতে যদি- থাকান হয়?
আর- সঙ্গে সঙ্গে, যদি- তোরও হয়ে আসে?
তবে'ই না- পারফেক্ট হয়৷
নয়-তো তুই, বিগড়ে যাবি৷
তিলে তিলে, সরে যাবি-
তোর হতে, তুই আর-
আমার যে- আমি, তা হতে৷
সয়ে যাস কেমন?
যা- তোর ধর্ম৷
তুই-তো তা- করবি'ই, জানি৷
বললাম এই কারণে, যে-
আমার এক-টু বেশী'ই লাগে৷
মনে রাখিস কেমন?
যদি- না পারিস?
তবে তুই, আমার ভেতরে'র আমি'র সাথে,
যোগসূত্রে'র মিল করবি- কী করে?
ভাবিস-না, সব সময় আরোপিত বিষয়ে,
অর্পণ থাকতে নেই৷৷
=


রচনা-সময়- ১১-১১-২০১৮
=