=
অবশেষে পূণরায়
একা হয়ে গেলে সাঝে
ও পূর্ণিমার খোঁজে
চাঁদের পিছু ছোটে সেজে।


বিগড়ে যাওয়া মন কী ফেরত আসে পরে?


পরমহংস এখন
ধূপকাঠির মর্ম বুঝে না আর
কেবল জীবনের বালুসারে
মুক্তোর বুনিবনা তার।


আফিম প্রবণতায় মজে থাকা সারাময়
ওর বিস্তরণ
রাতের কোলাহল ভেঙ্গে গ্রস্তনাদ ফুলে
গুঁজে শিহরণ।
=
ম. প্র. (২৩-০৭-২০২২)
=