=


সিঁড়ি বেয়ে- ওপরে উঠতে, গেলে?
এখানে নামা হয়, উল্টো!
মান-টা মাপ- হয়-না সর্বত্র, সর্ব-জনে।
কারণে যাই থাকুক, মনে!
কবিতা'র ঘরে, সিঁড়ি চড়া- বহুল পিছিল।
কেঁচো-কে সর্প জ্ঞানে, সব'ই সলিল!!
ওপর-টা অ-ধরা, নিচ-টা অ-মানা।
মধ্য-স্বত্ব মধ্য-ভাগ কখনো চায়-না।।
=


রচনা-সময়- ২১-০৬-২০১৮
=