=
দু-পাশে ধানে'র সারি, মাঝে তার- আল৷
কি সবুজ ধরণী, প্রকৃতি'র শস্য তার- খাল৷
মেঘাচ্ছন্ন আকাশে, যদিও রবি'র দেখা- নাই৷
তবুও সারা-বেলা হাসে, আমাদের জীবন- জামাই৷
মেয়ে, তার- পশ্চাদ-সিঁথি নিয়ে, দাঁড়িয়ে রয়- ঠাঁই৷
যেনো তার- সিঁথি জুড়ে, আলে'র যাদু রয়েছে, লুকাই৷
দু-ধারে বাড়ি তার- সমান তালে, সৌন্দর্য ছড়ায়- রূপাই৷
সোনার বাংলাদেশে, এর চেয়ে- টনক রূপ, আর- নাই৷৷
=


রচনা-সময়- ২০-১২-২০১৮
=