=
দু-মেরু'র প্রেম দেখো- বালখিল্যে৷
যে জানে, সেই'ই পারে- জড়াতে৷
দেখা'র চোখেও, সুখ-সাভারে৷
মনে'র ঘরেও, প্রেম ভর করে৷
ও মেয়ে- জানে-না, ভেদাভেদ৷
জড়ানোয়- কী আছে বিভেদ?
প্রেম বয়- সব মনে, সব জনে৷
শিশু জনে, অনেক উত্তম- দৃশ্যায়নে৷৷
=


রচনা-সময়- ২৮-১২-২০১৮
=