=
মিমাংসা'র কোনো- ঘর-দোর নেই৷
শুধু-
চালে চালে যতো-টুকু, মানিয়ে নেয়া যায়৷
শব্দে'র রূপকার হয়-তো হওয়া যায়, সহজে৷
কিন্তু-
হৃদয়ে'র কফিলে তার- মেরামত কঠিন'ই বৈকি৷
পিছন ফিরে দোলা, আর-
মুখোমুখি-তে আল-বেলা,
হওয়া'র নাম'ই হয়-তো,
তোমার কাছে ভালোবাসা৷
এ-দিকে, আমার যে-
রবি হতে ছেড়ে গেছে, আলো'র খেলা?
তার হিসেব, জানি- তোমার কাছে বাল-খেলা৷
তবুও রঙ্গীন স্বপ্ন- দ্রুত৷৷
=


রচনা-সময়- ২১-১০-২০১৮
=