=
দূরন্ত হতে, ছেড়ে গেছে- জোর!
এখন আর- দৌড় নেই, কোনো!
দৃশ্যে'র এক-টা- লুক-তো রয়েছে৷
কিন্তু- চিত্র-পট তার- উল্টো-রশ্মী'র!
মানা, আর- না মানা'র, দোলা-চল মিত্র!
জীবন-তো রয়েছে, জীবনে- ভরপুর৷
অথচ- তৃষ্ণা'র এক-বুন্দও নেই, রচিত!
বলতে গেলে, যুথ থাকে-না, বাক্যে!
না বললেও অস্থিরতা- নিস্তার দেয়-না!
এ কেমন জীবন, তবু- কেউ প্রশ্ন করে-না!!
=


রচনা-সময়- ২৫-০১-২০১৯
=