=
এই-ভাবে,ঐ-ভাবে- বলি৷
উদাহরণ, উপমায়, স্বরস্বতী-তে, বলি৷
লম্ব, কিংবা- ক্ষীণয়, বলি৷
"যাহা বলিবো সত্য বলিবো"
এর মতো- সত্য বলি৷
বলি-তো বলি৷
সব-ভাবে, সব-স্বরে, বলি৷
সব-দিকে, সব-রঙ্গে বলি৷
কিন্তু-
কোথাও, কোনো-খানে, কোনো-জনে,
তার- রঙ, বর্ণ, ধরণ-
ধারণ, মানন, পালন হয়ে ওঠে-না, সমাবর্তনে!
অংশ- আংশিক হয়ে'ই থাকে!
পুরো বা- পুরোনো হতে চায়-না!
জলে, স্থলে, ভাসমানে!
তবুও,
বলা থেমে নেই৷
পুরো'র পুরো হতে, অপেক্ষায়.......৷৷
=


রচনা-সময়- ২০-১০-২০১৮
=