=
রাগ করবেন-না, বলে- রাগিয়ে যাও, রাগে'র কথা- বলে৷
ও বোধ-টুকু রাখো-না, যে- বলা'রও এক-টা সীমা থাকে৷
শোনো- বৃষ্টি-কে বলতে নেই, কখনো- তুমি ঝরো-না, বাঁকায়৷
ঝরা'ই যখন- মূখ্য, তখন- সোজা, আর- বাঁকায়, কী- এসে যায়?
=


রচনা-সময়- ২৪-০১-২০১৯
=