=
সাগরে'র তীর-ঘেষা- অথৈব-ঢেউ!
তোমার পায়ে'র শব্দ- শুনতে চায়৷
ঢেউয়ে নাচা- সূর্যে'র প্রতিসরণ তা- চায়৷
রংতুলি'র আকাশ-টা, কি বলে- জানো?
তোমার নীল চোখেও, হ্রদ আছে সামান্য৷
নিরব ধ্যানে, যখন-তুমি থাকো মগ্ন?
তখন ঢেউ, আর- সূর্য মিলনে থাকে, তীক্ষ্ণ৷
অনু-রাধা' তুমি যাবে, কতো- এই আসর-তারুণ্য??
=


রচনা-সময়- ১৮-১২-২০১৮
=