=
তুমি বলেছিলে, প্রেম-টা তোমার আসে-না ৷
আসে-না, বললে'ই কী- মেনে নেয়া যায়, তা?
না হলে, রাত-দিন বিরহে'র বৃষ্টি-তে, স্নাত হও কী- করে ?
এই তুমি'ই-তো বলেছিলে, প্রতি-টি মানুষ'ই প্রেমিক ৷
প্রত্যেকে'র কাছে, প্রেম আসে, এক-দিন গোলাপ রংয়ে ৷
বিরহ-বাসী হয়ে প্রেম-কে, উপেক্ষায়- তুমি পার পাবে-না ৷
বিরহ-সময় কেটে গেলে, পুণরায়- তুমি প্রেম-নহর হয়ে, উঠবে ৷
তখন- আমার কথা- তোমার হৃদয়ে'র বুনন হয়ে উঠবে, জানি ৷
কারণ- তোমার বিরহ-গায় প্রেম-বুলি অঙ্কন-শিল্পী-তো আমি'ই ৷
পালাবে কোথায়- সে পরশ পরম প্রেমে'র নবো- আহ্বান হতে? জানো-তো
মানুষ ইচ্ছে করলে'ই সত্য-কে, এক তুড়ি-তে, উড়িয়ে দিতে পারে-না ৷৷
=
ম. প্র. (০৩-০৮-২০২০)
=