=
তুমি চাও-তো অ-বিরত রাজ দেবো।
তুমি চাও-তো অ-বিরাম রাজত্ব দেবো।
কিন্তু-
আমার- আমাকে দেয়া হবে-না, কখনো।
কারণ-
ভালোবাসা'র রাজ, রাজত্বে?
আমি বরাবর'ই নরাধম, অ-হেতুক।
কেবল-
তুমি'ই যদি-
তোমার আষাঢ় দিয়ে-
শ্রাবণ করে, নিতে পারো?
অন্তত-
তোমার হিসেব হতে?
তোমার হবে-না, ব্যায়াধিক।
যেখানে-
আমার থাকবে-না, কোনো- অবরোধ।।
=


রচনা-সময়- ১৫-০৬-২০১৮
=