=
ধূসর নগ্ন পাহাড়ে'র পাদদেশে-
নিরব হেঁটে যায়, যে-পথ?
সে পথ- তোমারও, আমারও৷
ও পথে- জল ঢালে, যে- হাত?
সে হাতও, ও পথে- পথ বানায়৷
উর্ধ্ব হতে, ছেড়ে দেয় জল, জোড়াসাঁকো'র মতো-
মিশে গিয়ে, দেখা'র চোখে নামায়- অদ্ভুত মিলন৷
সে মিলনে- দৃশ্যপট হয়, হয়- কবিতায় যাপন৷৷
=


রচনা-সময়- ২১-১২-২০১৮
=