=
তিল-কে, তাল করো-না, যুদ্ধ বাঁধিয়ে৷
ধ্বংস নয়, শান্তি-কে সম্মান করো৷
ওপরে ওঠা- কঠিন, নামা- অনেক সহজ৷
কিন্তু- তোমরা নিচে নামতে, চেয়ো-না৷
কারণ- তোমরা সৃষ্টি'র সেরা- জীব৷
গড়া- অনেক জটিল, ভাঙ্গা- খুব সহজ৷
কিন্তু- তোমরা ভাঙতে যেয়ো-না, সজীব৷
যুদ্ধে বহুত যায়- ক্ষতি'র ছারখার- মানুষ৷
কাশ্মীর' তোমার-আমার দিয়ে, কী হবে?
জীবন বেঁচে থাকা, সবচেয়ে বড়ো- জগতে৷
---
যুদ্ধ নয়, শান্তি'র কোলাকোলি-তে, আসুক ভূমি৷৷
=


রচনা-সময়- ২৮-০২-২০১৯
=