=
শক্তি'র প্রান্ত-গুলো, রেখে দিয়ে- এসেছে মানুষ৷
ও জন্মাসর ধরে, এ পৃথিবী'র মায়ায়- চোখে'র ফানুস৷৷
সে হাসি মুখে'ই, বরণ করে- জীবন, দুনিয়া৷
যার চার বাহু'র- এক-বাহু'রও নেই, সক্ষমতা!
তবু- সে পাহাড় ডিঙ্গোয়, সক্ষমে'রও আগে!
উঠে আসে, জন-চোখে'র প্রতিভূ নিশানে৷
সর্বাতুরে- সর্বাধিক সক্ষমে-রে, পেছনে ফেলে৷
সাধু-আবাদ হোক, তার- জীবন উপ-যোজনে৷৷
=


রচনা-দিনঃ ২১-১১-২০১৮
=