=
মা, মেয়ে চলে- স্কুল হতে, বাড়ি'র পথে৷
বুঝা'ই যায়, মাথা'র ছাতা বলে, তা- বর্ষাকালে৷
পথে দেখা- ওদের এলাকা'র নরেশ দাদু'র সাথে৷
দাদু- সোল, টাকি, কই মাছ ধরে, ফিরছেন ঘরে৷
স্কুল ফেরত যুথিকা- মায়ে'র আদুরে হাতে, ধরা৷
মায়ে'র মুখে'র হাসি- তার মুখেও সমান তোলা৷
দাদুও খুশি'র জোটে, যুথিকা-কে ধরা মাছ, সেধে যেতে৷
নেবে কি- নেবে-না, তার- অধিক খুশি যুথিকা'র, সাধা-তে৷৷
=


রচনা-সময়- ০২-০১-২০১৯
=