উন্মেষ জাতি সত্বার প্রগাঢ় সবিশেষ অভিযাত্রা
মুখ মুখে জনতা আর রাজ প্রবক্তা ম্রিয়মান ধ্বংসাবশেষে আসীন
অভিমুখ থেকে নিম্নমুখে স্বয়ংক্রিয় যাত্রায় নিমজ্জিত
অধিবাসের সুখ স্বর্গতা মুছে গেছে মানবের অবগুণ্ঠন ত্রাতা।


কি লয় কি আসীন সীমান্ত আজ ক্ষয়ে গেছে অতি অমানবতার শিকল আঁধারে
অর্জন গুণ্ঠিত সকুল যাচনা আমাদের সবটুকু আত্ম অপমান
বেঁচে থাকা সিংহের গর্জেনে, সে মন্ত্র ধুয়ে গেছে মুছে মানুষের আত্ম কলহে
বিদ্রোহী সত্বার অনুপিস্থিতি অামাদের নিয়ে গেছে সর্ব নিম্ন তিমিরে।


কতটুকু সুরক্ষা আছে সমাজ, রাষ্ট্র আর রাষ্ট্র যন্ত্রে
আমরা ভুলে গেছি, ভুলে যাই আপন স্বমহিমা বারবার রাজনীতির গন্ধ মন্ত্রে
নির্যাতিত আর নিগ্রহিত অবধাবন পরিমার্জিত অপমান
ধুঁকে ধুঁকে ক্ষয়ে যাওয়া আপন মনের স্বমহিয়ান।


বাঁচার একমাত্র মন্ত্র হল, বিবেক নামক স্বচ্ছতার অনুশাসনে
আসুন বিবেকের অনুশাসনে ধাবিত হই আমাদের সর্ব চরাচরে
অবরুদ্ধ পৃথিবী জয় করি, বিবেকের মানদন্ডে
বিবেক হল মানুষের দেখা না দেখা, মন প্রাণ, আঁধার আলো সর্বসাকুল্য জয়ের দীক্ষিত মন্ত্রে।


মানব অবদান হোক স্ফটিক জল ধারা
মানব মন হোক বিদ্রোহী অভিযাত্রা
আমরা হই সকলের তরে সবটুকু সতীর্থ
অর্জন হোক অধম জয়ের সঞ্চিত হৃদয়ঙ্গম তীর্থ।