অকালে ঝরে গেল একটি ফুল কামনা,
ছিল পিতা-মাতার অতি আদরের ললনা।
পিতা-মাতা আশা করে পাঠাল মাদ্রাসায়,
তাদের ছেড়ে চলে গলে দূর অজানায়।
শান্ত, সৌম্য ছিল সে আমাদের মাঝে,
ফিরে আর আসবেনা কভূ সকাল সাঁঝে।
সবার সাথে ছিল তার হৃদয়ের মিল,
চলে গেল ওপারে দুয়ারে দিয়ে খিল।
কিতাবাদী নিয়ে আসত মাদ্রাসায়,
এভারে আর আসবেনা কখনো হেথায়।
তোমার অকাল মৃত্যুতে আমরা শোকাহত,
জান্নাতী হও, দোওয়া করি প্রতিনিয়ত।
প্রতিষ্ঠানে নামলো আজ গভীর শোকের ছায়া,
যখন খবর এল, এ ধরায় নেই তোমার কায়া।
হলে আজ তুমি সুদুর ওপারের যাত্রী,
তোমার শোকে শোকাহত আজ এ ধরিত্রী।
কামনা কখনও আর হাত ধরে বাবার,
বলবেনা কিনে দাও, মিষ্টি খাবার।
মাকে আর বলবে না ডেকে ডেক কখনো,
ক্ষিধে লেগেছে আমার, ভাত দাওনি এখনো?
গৃহে গৃহে আজ কামনাকে হারানোর বেদনা,
এভাবে চলে যাবে মন যে তা মানে না।
ছিলে তুমি পিতা-মাতার অতি আদরের বুলবুল,
তোমাকে হারিয়ে আজ তারা হয়েছে ব্যাকুল।
নিষ্পাপ কামনা গুল বাগিচার গুল,
অকালে ঝরে গেল একটি ফোটা ফুল।
                             কামনা স্মৃতি স্মরণে- 03/08/2004 ইং ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসা, ছাত্রাবাস।