আমার সঙ্গে ছুরি, তুমি রাখ কাটারি।
আমি তিলক পড়ি, তুমি রাখ দাড়ি।
আমি মন্দিরেতে যাই, তুমি মসজিদে নাও ঠাঁই।  
আমি-তুমি পাশাপাশি নইকো ভাই ভাই।
ধর্ম তোমার হত্যা শেখায়, আমায় শেখায় ঘৃণা।
প্রশ্ন কভু করি কি আমরা মানুষ কিনা?
আমি-তুমি পাশাপাশি অনন্ত কাল ধরে।
হিংসা নিয়ে বেঁচে আছি, মরব তাকেই ঘিরে।
রক্তক্ষরণ দিনে রাতে, কেবল হানাহানি।
এমনি করে আর কতকাল চলবে এমন শুনি?
ভগবান মোর কোথায় থাকে? আল্লা কোথায় জান?
আমি বলব মন্দিরেতে , তুমি মসজিদেতে মানো।
মন্দিরেতে নেই ভগবান, মসজিদেতে আল্লা।
ভাঙ্গাভাঙ্গির মত্ত খেলায় আমরা করি হল্লা।
হল্লা বোল, হল্লা বোল এবারেতে হল্লা বোল।
ভাঙ্গাভাঙ্গির বিরদ্ধেতে দুজন মিলে আওয়াজ তোল।
আর চাইনা ভাঙ্গাভাঙ্গি হুঁশের সাথে ফিরুক মান।
মসজিদেতে আল্লা নেইরে , মন্দিরেতে ভগবান।
বস্তাপচা ইতিহাসের এবার ইতি টানা চাই।
এক পৃথিবীর ছাদনা তলায় আমি-তুমি ভাই ভাই।
রক্তক্ষরণ অনেক হল, এই বারেতে সন্ধি করি।
হিংসা ভুলে তুমি-আমি সত্যিকারের মানুষ গড়ি।