বিশ্বাসটা আজ বিষ হয়ে শ্বাস আটকে দিচ্ছে নিরন্তর।
যে বাতাসে ছিল হাসনুহানার গন্ধ, সে বাতাসে আজ প্রাণ ওষ্ঠাগত।
এতদিনের মহিরুহ বিশ্বাসের বটগাছ আজ সমূলে উৎপাটিত।
বিশ্বাসি এ মন টুকরো টুকরো হয়ে এলোমেলো ছড়িয়ে।
সেই এলোমেলো টুকর গুলো আমি কুড়িয়ে নিতে চাইনা আর।
প্রাণে-মনে আজ ভীষণ ভয়।
জীবন আজ মৃত্যুর চেয়েও ভয়ংকর।
অবিশ্বাসের জঙ্গলে থাকতে চাইনা আর।
মৃত্যু এসে আমায় আলিঙ্গন করুক।
আমাকে নিয়ে যাক দূরলোকের অচিনপুরে।
যেখানে বিশ্বাসের চাষ হয়না।
বিশ্বাস যেখানে আপনি ফল্গু ধারা হয়ে সিঞ্চিত করে দেহমন।
হে প্রভু আমি খুঁজে চলেছি সেই বিশ্বাসের বীজ আজন্ম পথিক হয়ে।
আজ আমি দিগভ্রষ্ট।
তোমার হাতখানি হাতছানি দেয় বারবার।
হে প্রভু বাড়িয়ে দাও তোমার হাত।
এ ভুল্ভুলাইয়া পথ চলেছি অনেক।
আমি বড়ো ক্লান্ত, বড়ো শ্রান্ত।
অশান্ত মন আজ হোক শান্ত তোমার আলিঙ্গনে।
হে মৃত্যু পুরুষ –
তোমার পক্ষপুটে আমি চাই আশ্রয়।
বিশ্বাহীনতার কীট হয়ে এ পূত গন্ধময় পাঁকে থাকতে চাইনা আর।
বড়ো ঘুম পাচ্ছে আমার , ঘুমতে দাও।
চির ঘুম।