ধর্ম ধর্ম করিস ওরে ধর্ম অত ঠুনকো নাকি?
ভেদাভেদের শিকলেতে বাঁধবি তাকে হয়কি তাকি?
ধর্ম খুঁজিস আজানেতে, ধর্ম খুঁজিস জপে তপে?
গির্জার ঐ ইঁট পাথরে কাকে খুঁজিস যীশু রূপে?
ধর্মাচরণ করতে গিয়ে মানুষেরই স্পর্শ ভুলিস?
সত্য ধর্ম ভুলে গিয়ে মিথ্যা জেহাদ জিগীর তুলিস?
হৃদয়মাঝে ডুব দিয়ে দেখ মানবধর্ম সত্য সেটা।
সব হৃদয়ে একই আওয়াজ নে বুঝে নে খাঁটি যেটা।
মন্দিরের ঐ ঘন্টা সে তো শুদ্ধ মনের পবিত্রসুর।
মসজিদের ঐ আজান বলে তুই তো কাছের, নয় বহু দূর।
গির্জার ঐ প্রার্থনাতে যীশু এসে বসেন পাশে।
ধর্ম সেথায় , যেথায় মানুষ অস্ত্র ভুলে ভালোবাসে।
মিথ্যা ধর্ম ভুলরে এবার সবার মাঝে হ একাকার।
তুমিও মানুষ আমিও মানুষ বন্ধ হোক সব আমার-তোমার।
আয় সকালে ছুট্টে চলে এক পতাকার নীচে দাঁড়াই।
অন্ধ মনের গণ্ডী ছেড়ে আলোর দিকে পা টি বাড়াই।