আমার মরো দেহ শায়িত রয়েছে উঠোনে।
চোখে তুলসী নিয়ে নিথর দেহ অপেক্ষায় চিতার পুড়বার।
অনেক পুড়েছি আমি, হয়তো পুড়িয়েওছি।
মনতো পুড়লো অনেক-
এখন শুধু অপেক্ষায় চিতার অমোঘ কাঠ বুকে চাপিয়ে নেবার।
আমায় ঘিরে রয়েছে নিকট আত্মিয় বা অনাত্মিয়রা।
মৃত্যুর পরে হয়ত আর কেউ অনাত্মিয় থাকে না।
সারা জীবন আমায় গালি দেওয়া লোকটা বুকে রজনীগন্ধা চড়িয়ে গেল।
বুক চাপড়ে চাপা কান্না কেঁদে গেল।
এক জীবনের কোটা পূরণ হল আজ।
আমার অস্তিত্বে আজ চন্দ্রবিন্দুর অবস্থান।
ফুল-মালা-ধূপ-চন্দনে আর কীর্তনে সার জীবনের পাপ স্খলনের প্রয়াস।
কাল হতে আমি শুধু নাম, আমকে ছাড়া পৃথিবীর এগিয়ে চলা।
সার জীবন তো নিজ অস্তিত্ব হাতরে বেড়ালাম।
মৃত্যুর পরে হয়ত মিলবে আমার সত্যিকারের পরিচয়।
মৃত্যু যন্ত্রণায় কালশীটে হয়ে যাওয়া মুখে এখন অনন্ত প্রশ্ন।
মরে যেন বাঁচলাম।
প্রশ্নকীট আর উত্তর খুঁজবে না।
চিতায় পুড়ছে আমার দেহ দাউ দাউ আগুনে পুড়ে যাক পাপ।
মৃত্যু ইচ্ছা পূরণ হয় কিনা জানিনা।
শরীর মনে আর পুড়তে চাইনা বলে ফিরতে চাইনা আর।