একটি পরশমণির ছোঁয়ায় –
চমকে দেখি হঠাৎ সে কী! স্বর্ণ আলো ছটায়।
লাল যা ছিল সবুজ হল , সবুজ হল নীল।
ভেদাভেদের আধাঁরেতে আজকে শুধুই মিল।
কাল যে ছিল শত্রু অতি, আজ যে কোলাকুলি।
বদ্ধ মনের গুমোটেতে রঙিন পাখা মেলি।
সবার মুখে একই কথা মিথ্যা হবে নাশ।
পাপের পথে যাচ্ছে না কেউ সত্যতে প্রকাশ।
ধন্য ধন্য চারিদিকে কেবল খুশির হাওয়া।
এক লহমায় হঠাৎ যেন পরশমণির ছোঁয়া।
যে যার মত করছে যে কাজ নেই কোথাও ফাঁকি।
সবাই যেন দেবতা আজ সৃষ্টি মাখামাখি।
ধ্বংস-হিংসা-মিথ্যা-পাপ বইয়ের পাতায় স্থান।
মানব মনের দানবতা আজ যে খান খান।
শব্দ শুনে চক্ষু মেলে উদাস মনে দেখি।
এতক্ষন যা দেখলাম সব স্বপ্ন শুধুই নাকি?
হোকনা স্বপ্ন তবু আহা! লাগছে খুবই ভালো।
দগ্ধ মনের কোটরেতে জাগুক প্রভাত আলো।