কানামাছি - লুকোচুরি
নাম শুনেছ কভু !
বৌচি খেলায় বরাবরই
একজন হয় বধূ ।
জানো;আমি রুমাল চোরে
চোর হয়েছি বহু ,
ফিরে যেয়ে ফের খেলেছি
রাগ হয়েছে তবু ।
এলুন বেলুন দশ ঘন্টায়
বাড়িয়ে রাখা কদম ,
জল ডাঙ্গা খেলতে যেয়ে
সে কি ভীষণ জখম ।
রক্ত মাখা পায়ে তখন
দুর্বা ঘাসের রস ,
খেলার সাথী বন্ধুরা সব
বলতো খানিক বস ।
সে বসাতেই রান্না বাটি
পুতুল খেলায় আমি ,
পোলাও কোর্মা কোপ্তা কারি
রাঁধতাম নামী দামী ।
হা-ডুডু আর গোল্লাছুট
দারুন মজার খেলা ,
ওপেন টি বায়োস্কোপে
ছিলো মুক্তার মালা ।
গোলাপ জবা নাম ডাকা
আর প্রিয় কুতকুত ,
সব খেলাতেই ছিল কিছু
ভালো লাগা অদ্ভুত ।
এই সময়টা খেলবে মাঠে
রাখবে স্মৃতি ধরে ,
তোমরা এখন গেমস খেলো
বসে নিজের ঘরে ।
মাঠের অভাব বলো শুধু
খেলবে কি মাঠ পেলে ?
বিশ্ব তোমার হাতের মুঠোয়
যাবে কি তা ফেলে ।