আমি তোমার অভ্যেস হতে চাই
হতে চাই তোমার গন্তব্য পথে সহযাত্রী,
তোমার অবসরের সঙ্গি হতে চাই;
হতে চাই তোমার ব্যস্ত সময়ের
ক্লান্তি গোছানো এক টুকরো শান্তি।
আমি তোমার হাসি হতে চাই;
কান্না হতে চাই,
সুখ দুঃখ সবটাই।
আমি জল হতে চাই তোমার পিপাসায়,
ধোঁয়া ওঠা গরম কফি কোনো পেয়ালায়।
তোমার তপ্ত দুপুরের দাবদাহে
এক ঝলক শীতল বাতাস হতে চাই,
আমি শীত কুয়াশায় হতে চাই
তোমার উষ্ণতা।
তোমার হতাশা আঁধারে আলো হবো আমি,
মন কেমন করা মন খারাপে---হবো পাগলামি।
আমি প্রশান্তির ঘুম হতে চাই
তোমার নির্ঘুম নয়নে,
কোনো সুবার্তা হতে চাই শেষ প্রহর স্বপনে।
তোমার কল্পিত চরিত্র হতে চাই আমি,
ফেলে আসা অতীত বা আগামী।
তোমার শ্রান্তি হতে চাই,
শ্রান্তি নিবারণ নীড় হতে চাই,
তোমার জাগতিক সুখ হতে চাই আমি,
অথবা হৃদয় কারাগারে বন্দি আসামী।
আর কতটা পথই বা বাকী!
খুব সামাণ্য; নেহাতই অল্প.....
আমি তাই
বাকী পথে হতে চাই
তোমার জীবনের গল্প,
আমি গল্প হবো তোমার,
নয়তো হবো কাব্যের পাহাড়।।