আজ শ্রাবণ সত্যিই বিদায়ী ভূষণে
সাজিয়ে রেখেছে নিজেকে,
মন ভালো নেই আকাশের।
এক ফোটা নীল নেই কোথাও,
ধূসর আঁচলে সারথির রাঙা সিঁদুরও
ঢেকে গেছে আজ;
কোনো মাধুর্য নেই আকাশে।
মাধুর্যহীন আকাশ আলোয়
ইচ্ছে করে ছুটে যাই কোথাও,
দূরে অনেক দূরে--------
যেখানে মানবের কোলাহল নেই;
নেই কাক পক্ষীর মুখরতা।
বাসনা বিলাস এমন যে;
ওখানে দুর্ভাবনার খেয়াতরী
সাগর উন্মাদনায় যাবে যাক ডুবি,
গাঙচিল বেশে উড়ে যাক
দুঃস্বপ্নের ঘুড়ি,
চোরাবালির ফাঁদে পড়ুক
অতীত; তলিয়ে যাক সব
সমস্ত স্মৃতি,
নির্ভাবনায় উড়িয়ে দেবো আগামী কে;
নিঃসীম দিগন্তে।
শুধু বর্তমান-আমি তুমি
কখনো পাশাপাশি;
কখনো মুখোমুখি,
অভিন্ন অবয়ব-অভিন্ন চাহনী---
তুমি আমার ভেতরের আমি,
সবগুলো চাওয়া পাওয়ার
চুলচেরা বিশ্লেষণে
তুমি শুধরে দিও আমাকে।
অশ্রুবিহীন বেদনায় আজ
মন খারাপ আকাশের;
মন ভালো নেই আমারও,
চলো ছুটে যাই;
ছুটে যাই দূরে কোথাও।।