শান্ত সৌম্য বিষুব রেখার বুকে
আছড়ে পড়া
উত্তাল উন্মাদনায়
বেশ আছি আমি,
বেশ আছি খোলা আকাশ তলে
আলোকিত জোছনা নগরের
কলঙ্ক কালিমায়।
সারথি সিথির রাঙা সিঁদুর
তপ্ত উঠোনে দহনের তাপে
বেশ আছি আমি,
বেশ আছি নীলাকাশ হাটে
ভেসে চলা মেঘেদের সাথে।
নরম ঘাসের বক্ষ দেশে
মুক্তো বোনা কুজ্জটিকায়
বেশ আছি আমি,
বেশ আছি সুনামী সাইক্লোন ঘূর্ণিঝড়ে
ঘূর্ণি বাতাস ঝড় ঝটিকায়।
বেশ আছি-
আমি আমার নির্জন পৃথিবীর নিরবচ্ছিন্ন মুখরতায়,
বেশ আছি-
সঙ্গীহীন নিঃসঙ্গতায়।