দেশে যত আছেন নেতা
বলি শোনেন কিছু কথা।


নয়টা মাস যুদ্ধ শেষে
স্বাধীনতা এলো দেশে।


তবে কেন এতো দ্বন্দ্ব
থেকে থেকে হারায় ছন্দ!


দেশটাকে তো ভালোবাসেন
তবে কেন বিরোধ করেন।


যুদ্ধে কি ভাই শান্তি আসে!
সব পাওয়া যায় ভালোবেসে।


সরিয়ে রেখে দেশের কথা
নিজকে নিয়ে ভাবেন নেতা।


অন্য দলকে টেক্কা দিতে
সভা মিটিং দিনে রাতে।


এটা কেমন রাজনীতি ভাই!
চেয়ে দেখেন;দেশ ভালো নাই।


নিজের কথা ছেড়ে দিয়ে
ভাবুন এবার দেশকে নিয়ে।


সত্যিকারের প্রেমিক যিনি
নির্বাচিত হবেন তিনি।


তাই বলি আজ শপথ করেন
ভোট চুরি ছেড়ে দেবেন।


জনগণ কি বোকা অত
মেনে নেবে দেশের ক্ষত!


চাইবে যেটা দেশ ও দশে
মানিয়ে নেবেন হিসাব কষে।


মানলে পরে দশের কথা
থাকে কি আর দ্বন্দ্ব-ব্যথা!


তোমাদের তাই বলি বাছা
উচিৎ হবে ন্যায়ে থাকা।


আসুন সবাই মিলেমিশে
দেশটা গড়ি ভালোবেসে।


অসুস্থ এই রাজনীতিকে
বিদায় জানাই হাসি মুখে।।