নীতিহীন কাজের নীতিতে ছুটে চলা
দেশ আজ থমকে গেছে;
থমকে গেছে পুরো পৃথিবী।
ব্যস্ত শহরের ব্যস্ত জনপদে
আজ কেবলই শুনশান নীরবতা,
দূষিত বাতাসে এখন ওড়ে
             নির্মল বিশুদ্ধতা।
এখন আর অফিস যাওয়ার তাড়া নেই
ট্রাফিক জ্যামের তিক্ততা নেই
স্কুল-কলেজ খোলা নেই
বড্ড অচেনা যান্ত্রিক এই শহর,
ব্যস্ততা নেই; চলে অবিরাম অবসর।


এবার সময়ের অপেক্ষা......


থমকে যাওয়া পৃথিবী একদিন
ঠিক জেগে উঠবে;
              ফিরে পাবে প্রাণ,
নতুন সাজে সেজে উঠবে প্রকৃতি
পুরো বিশ্বে ছড়াবে শান্তির ঘ্রাণ।


লোভ-লালসা, হিংসা-বিদ্বেস
হানাহানি-মারামারি--
সমস্ত অনৈতিক কাজ,
ভেঙ্গে চুরে ধুয়ে মুছে
      বদলাও সমাজ।