মাঝে মাঝে বড় বেশি অচেনা লাগে
ভীষণ রকম অচেনা সবকিছু,
আকাশ বাতাস সাগর পাহাড়
বন বনানী পাখির কলকাকলী
এমন কি তোমাকেও।


মেঘের নীরবতায় বৃষ্টি রঙে
যে ছবি সাজিয়েছি সংগোপনে;
হৃদয়ের গহীনে,
সে নিতান্তই আমার সাম্রাজ্য।


সুখ দুঃখ হাসি কান্না
আনন্দ বেদনা---সব ; সবটাই আমার,
নারিকেল পাতায় রূপালী জোছনায়
আলো আঁধারীর যে হাহাকার
সেও অন্য কারো নয়,
যত জয়-পরাজয়..............
সব; সবটাই আমার।


কিন্তু তুমি!
আমার একচ্ছত্র আধিপত্য ডিঙ্গিয়ে
তোমার স্মৃতির উঠোন যখনই হাতড়ে বেড়াও
ক্ষরিত রক্তে প্লাবিত হয় হৃদয় ভূমি।


ঠিক তখনই অচেনা লাগে সবকিছু,
চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র
রাত দিন---এমন কি তোমাকেও।