চাল নেই চুলো নেই
সংসারের বালাই নেই
তবু যেন তার উপর
আবদারের শেষ নেই।


এটা করো ওটা করো
সবাইকে খুশি রাখো
জীবন যুদ্ধে রত থেকে
হাসি হাসি মুখে থাকো।


ঠিক ঠিকানায় নিবাস তবু
তাদের নাকি কষ্ট বেশি
ভেসে চলা জীবন নিয়ে
যদিও তুমি এলোকেশী।


রক্তে মাংশে মানুষ তুমি
তোমারও তো সাধ আছে
কেউ কখনো ভাবে কি হায়
তোমারও যে মন নাচে?


জীবন নিয়ে ভাবে সবাই
যেমন খুশি সাজতে চায়
বাঁধন হারা জীবন যাদের
তাদের নাকি সকল দায়।


শখ আহ্লাদ শিকায় তুলে
ধন্য করো অন্য মন
কে যে কিসে খুশি হবে
ভাবতে থাকো সারাক্ষণ।


এটাই হলো জীবন ধারা
একলা পথে চলে যারা
সুধাই তবু সুধি জনে
হৃদয় কি তার স্বপ্নহারা?


তার হৃদয়ও কথা বলে
স্বপ্ন সুখের আবাদ চলে
তার আবাদে অন্য মনে
কেন অগ্নি শিখা জ্বলে!!!